ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বাংলাদেশে নেপালি ছাত্রীদের নিয়ে মন্তব্যের জেরে মন্ত্রীর পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৮, ২৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

পড়াশোনার জন্য নেপাল থেকে বাংলাদেশে আসা ছাত্রীরা নিজেদের সম্ভ্রম বিকিয়ে দিচ্ছেন এমন নোংরা মন্তব্যের জেরে পদত্যাগ করেছেন নেপালের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শের বাহাদুর তামাং। 

মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুতে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে নেপালভিত্তিক সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।  

এমবিবিএস ডিগ্রি অর্জনে বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে পড়তে আসা নেপালি ছাত্রীদের উদ্দেশ্য করে ওই অশালীন মন্তব্য করেছিলেন সদ্য পদত্যাগী এই মন্ত্রী। গত ২০ জুলাই কাঠমান্ডুর একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের মেডিক্যাল কলেজগুলোতে অধ্যয়নরত নেপালি ছাত্রীরা সার্টিফিকেট অর্জনের জন্য নিজেদের বিকিয়ে দিতে বাধ্য হয়।

নিজ দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, যারা নতুন করে আরও কলেজ চালুর বিরোধী এবং সাদা পোশাকের পেশাজীবীরা; যারা চায় না আরও মানুষজন তাদের পেশায় আসুক তাদের কারণেই এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে।

তার ওই মন্তব্য দেশজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানায় বাংলাদেশে অধ্যয়নরত নেপালি ছাত্রীরা। একপর্যায়ে ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেও সোশ্যাল মিডিয়ায় মন্ত্রীকে তুলোধনা করতে থাকেন সমালোচকরা। নিজ দলের ভেতর থেকেও তার পদত্যাগের দাবি জোরালো হয়। উদ্ভূত পরিস্থিতিতে তাকে মন্ত্রিত্ব ত্যাগের পরামর্শ দেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তথ্যসূত্র: কাঠমান্ডু পোস্ট, দ্য হিমালয়ান টাইমস।

এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি