বাংলাদেশে পরামর্শক হয়ে আসছেন জন্টি রোডস!
প্রকাশিত : ১৬:০৫, ১৮ জুলাই ২০১৭ | আপডেট: ০৯:১০, ২০ জুলাই ২০১৭

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পাশাপাশি ফিল্ডিংয়ের আলাদাভাবে একজন পরামর্শক নিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মাশরাফিদের ফিল্ডিংয়ে আরো ভালো করে তোলার জন্য বাংলাদেশে আসতে পারেন কিংবদন্তি জন্টি রোডস। তবে দীর্ঘমেয়াদে বাংলাদেশে আসতে পারবেন না দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। অল্প সময়ের জন্য ফিল্ডিং পরামর্শক হিসেবে রোডসকে বাংলাদেশে নিয়ে আসতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি, তার সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি।
দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার এখন কাজ করছেন আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের ফিল্ডিং কোচ হিসেবে। বাংলাদেশে আসলে শুধু জাতীয় দলের ক্রিকেটাররাই না তার কাছ থেকে ফিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ সব ব্যাপার বুঝে নিতে পারবে ‘এ’ দলও।
আর/ডব্লিউএন