ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

ডেইলি মেইলের প্রতিবেদন

বাংলাদেশে সহায়তা অব্যাহত রাখবে ব্রিটেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০২, ৭ জানুয়ারি ২০১৯

জেরেমি হান্ট

জেরেমি হান্ট

Ekushey Television Ltd.

বাংলাদেশে সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছে ব্রিটেন। অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তাসহ বিভিন্ন খাতে ২০ কোটি পাউন্ডের (২ হাজার ১২৬ কোটি টাকা) বেশি দিচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন।          

গতকাল রোববার ব্রিটেনের ডেইলি মেইল পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, `স্ট্রেংদেনিং পলিটিক্যাল পার্টিসিপেশন` (অংশগ্রহণমূলক গণতন্ত্র শক্তিশালীকরণ) প্রকল্পে জন্য ১ কোটি ৬০ লাখ পাউন্ডসহ বিপুল এই অর্থ সহায়তা দিতে যাচ্ছে ব্রিটিশ সরকার।

এর উদ্দেশ্য হলো স্থানীয়ভাবে নির্বাচনী পর্যবেক্ষণকে উৎসাহিত করা ও নাগরিক সমাজের দাবি অনুযায়ী অধিক স্বচ্ছ রাজনীতির প্রতি সমর্থন দেওয়া।  

ব্রিটেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড নির্বাচনে ভয়ভীতি ও বেআইনি সহিংসতার নিন্দা জানান। এ ছাড়া নির্বাচনের দিন অনেক মানুষের মৃত্যুতেও তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তবে বাংলাদেশের ১৬ কোটি মানুষের সঙ্গে ব্রিটেনের রয়েছে ব্যাপক ও গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব। বিপুল সংখ্যক বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভূত বসবাস করেন ব্রিটেনে। বাংলাদেশিদের কাঙ্ক্ষিত অধিক স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের প্রতি ব্রিটেনের সমর্থন অব্যাহত থাকবে।

এই প্রকল্পের আওতায় ব্রিটেন এরই মধ্যে ১ কোটি ৬০ লাখ ডলার সহায়তা দিয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওর মাধ্যমে খরচ করা হয়েছে এই অর্থ, যার উদ্দেশ্য হলো রাজনৈতিক সহিংসতা কমিয়ে আনা ও আন্তঃদলীয় শান্তিপূর্ণ বিতর্ক আয়োজন করা। এ ছাড়া এতে আরও যেসব পদক্ষেপ রয়েছে, তাতে সুশাসন শক্তিশালী হবে।    

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি