ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বাংলাদেশের ক্রিকেট অনেক উন্নতি করছে

প্রকাশিত : ০৯:৪৭, ১০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৪৭, ১০ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টুয়েনন্টিতে হোয়াইট ওয়াশ হলেও বাংলাদেশের ক্রিকেট অনেক উন্নতি করছে। টাইগারদের নিয়ে এমন আশার কথা শোনালেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাবেক তারকা অলরাউন্ডার স্কট স্টাইরিশ। ভবিষ্যতে হোম গ্রাউন্ডের মত বিদেশের মাটিতেও বাংলাদেশ সাফল্য পাবে বলে মত তাঁর। দেশের মাটিতে একাধিক সিরিজ জয়ের সুখ স্মৃতি নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ। কিন্তু হোম গ্রাউন্ডের সেই সাফল্যের ছিঁটে ফোটা ছিলনা কিউইদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজে। বাংলাদেশের সামর্থ্যকে শুধুমাত্র এই একটি সিরিজ দিয়ে মাপতে নারাজ নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার স্কট স্টাইরিশ। নিউজিল্যান্ডের হয়ে বহু সাফল্যে অবদান রাখা স্টাইরিশের মতে ঘুরে দাঁড়ানোর সামর্থ আছে টাইগারদের। এদিকে, ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ শেষে সামনে টেস্ট সিরিজ। আর লংগার ভার্সনে বাংলাদেশকে আরো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মত স্টাইরিশের। ১২ই জানুয়ারী দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি