ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

বাংলাদেশের দ্রুত অগ্রগতিতে বাড়ানো হবে এডিবির কার্যক্রম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৫, ১৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে দ্রুত অগ্রগতি হচ্ছে। এই গতিকে এগিয়ে নিতে বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি’র কার্যক্রম আরো সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পরকাশ

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সোমবার মন্ত্রীর দফতরে সাক্ষাৎ করেন মনমোহন পরকাশ। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন এবং বাংলাদেশে এডিবির চলমান প্রকল্পগুলো নিয়ে আলোচনা করেন।

মনমোহন পরকাশ বলেন, ২৬ ফেব্রুয়ারি এডিবির প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও বাংলাদেশ সফর করবেন। এডিবির প্রেসিডেন্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাকসেস স্টোরি কীভাবে পৃথিবীর অন্যান্য দেশে প্রয়োগ করা যায় সে বিষয়ে জানতে আগ্রহী।

আলোচনাকালে পরিকল্পনামন্ত্রী বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন ক্ষেত্রে এডিবির সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং এ সম্পর্ক ভবিষ্যতে আরো বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মসূচি এবং দেশের অর্থনৈতিক সূচকের সার্বিক চিত্র তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চলমান অগ্রগতির ধারা অব্যাহত থাকলে খুব সহসাই বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে দৃষ্টান্ত স্থাপন করবে।

 

//আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি