ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বাংলাদেশের সংগ্রহ ২২০, ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৫০ রান

প্রকাশিত : ১৮:৩৭, ২৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৩৭, ২৮ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

বোলারদের দাপটের প্রথম দিনেও ঢাকা টেষ্টে দুরন্ত সেঞ্চুরী করেছেন তামিম ইকবাল। তবে তামিমের বিদায়ের পর মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পরে  সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ২২০ রানে গুটিয়ে যায় । ইংল্যান্ডও ৫০ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে দিন শেষ করে। মিরপুরে ঘুরে দাঁড়ানোর মিশনে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট বাংলাদেশের। মাত্র ১ রান সংগ্রহের পর উচ্চাভিলাসী শটে প্যাভিলিয়নের পথ ধরেন ইমরুল কায়েস। এরপর গল্পটা নিজেদের করে নেন তামিম ইকবাল ও মমিনুল হক। দ্বিতীয় উইকেট জুটিতে তামিম-মমিনুল করেন ১৭০ রান । পাশাপাশি স্বাগতিকদের ইনিংস সুসংহত করেন এই দুইজন।  ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ন করে বড় সংগ্রহের আভাস দিচ্ছিলেন তামিম। তবে, সেঞ্চুরির পর পরই ১০৪ রানে তামিমের বিদায়ে শুরু হয় বিপর্যয়। শুরু হয় যাওয়া আসার মিছিল। তিন নম্বরে ব্যাট করা মমিনুলের ৬৬ রান ছাড়া নামের প্রতি সুবিচার করতে পারেননি কেউ। অভিজ্ঞ ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে হতাশ হন ছুটির দিনে খেলা দেখতে আসা সমর্থকরা। স্বাগতিকদের সাত ব্যাটসম্যান ছুঁতে পারেননি দুই অংকের ঘর। ইংল্যান্ডের হয়ে মইন আলী স্পিন ঘুর্ণিতে ৫টি এবং পেসার ওকস নিয়েছেন ৩টি উইকেট। জবাবে, ব্যাট করতে নেমে দ্রুত তিন উইকেট হারায় ইংল্যান্ডও। যার শুরু ডাকেটকে দিয়ে। মাত্র ৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এই বাঁহাতি ওপেনার। এরপর দলপতি কুক ১৪ রানে এবং ব্যালেন্স নয় রানে আউট হলে কিছুটা স্বস্তি ফিরে আসে বাংলদেশ শিবির। বৃষ্টি হানা দেয়ায় কিছুটা আগেই শেষ হয় প্রথম দিনের খেলা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি