ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বাগেরহাটে এমপির মেয়েকে ছুরিকাঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫১, ১৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাগেরহাটে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) হ্যাপি বড়ালের মেয়ে অদিতি বড়ালকে ছুরিকাঘাত করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার বিকালে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে ঘটনা ঘটে।

আহত অদিতি বড়াল (২৬) বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। আট মাস আগেও একবার দুর্বৃত্তরা অদিতির ওপর হামলা করে বলে জানিয়েছেন সংসদ সদস্য হ্যাপি বড়াল। অদিতি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেছেন।

এমপি হ্যাপি বড়াল জানান, বড় মেয়েকে নিয়ে আজ তিনি বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বাগেরহাট আমলাপাড়া স্কুলে একটি সমাবেশে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে অদিতি বাড়ি ফেরার জন্য স্কুলের গেটের সামনে অপেক্ষা করছিল। এসময় দুর্বৃত্তরা এসে তাকে জিজ্ঞাসা করে, ‘তুমি কি এমপি হ্যাপির মেয়ে?’ হ্যাঁ বলার সাথে সাথেই তার পেটে ছুরি মেরে পালিয়ে যায় তারা।

জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় গণমাধ্যমকে জানিয়েছেন, দুর্বৃত্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। কারা কেন এই হামলা চালিয়েছে, তা উদ্‌ঘাটন করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

 

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি