বাগেরহাটে জেএমবি জঙ্গিদের সাথে পুলিশের গোলাগুলি
প্রকাশিত : ১১:১০, ৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:১০, ৩ নভেম্বর ২০১৬
বাগেরহাটের দড়াটানা ব্রিজ এলাকায় জেএমবি জঙ্গিদের সাথে পুলিশের গোলাগুলি হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার জেএমবি সদস্যকে।
পুলিশ জানায়, গেলো রাতে জেএমবি সদস্যরা নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে ব্রিজের নিচে একটি চায়ের দোকানে অভিযান চালানো হয়। সেসময় পুলিশকে লক্ষ্য করে জেএমবি সদস্যরা বোমা নিক্ষেপ করলে পুলিশ গুলি ছুড়ে এলাকা ঘিরে ফেলে। সেখান থেকে সাতক্ষীরার মো. মাকসুদুর রহমান তোতা, সাইফুল ইসলাম, মোরশেদ আলম ও পিরোজপুরের জহিরুল ইসলামসহ ৪ জঙ্গি আটক করা হয়। জব্দ করা হয় পিস্তল, গুলি, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম। এঘটনায় অস্ত্র, বোমা বিস্ফোরণ, তথ্য প্রযুক্তি আইনসহ ৪টি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন