ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

বাগেরহাটে বাজার স্থীতিশীল রাখতে প্রশাসনের মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি. 

প্রকাশিত : ১৬:১০, ১৯ মার্চ ২০২২

আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে স্থীতিশীল রাখতে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করেছে বাগেরহাট জেলা প্রশাসন। 

শনিবার (১৯ মার্চ) দুপুরে শহরের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনাতায়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। 

বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাজার কর্মকর্তা সুজাত খান, ব্যবসায়ী নেতা সরদার ফখরুল আলম সাহেব, পুলিশ সুপারের প্রতিনিধি মোঃ আলী নওয়াজসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

পবিত্র রমজানে বাজার স্থীতিশীল রাখতে জেলা প্রশাসনের সাথে একমত পোষণ করেন ব্যবসায়ী নেতারা।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, রমজানকে সামনে রেখে বাজার যেন স্থীতিশীল থাকে সে ব্যাপারে ব্যবসায়ী নেতারা কথা দিয়েছেন। পাইকারী ও খুচরা বিক্রেতারা ভাউচারের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয় করবেন। এরপরে কোথাও যদি অনিয়ম হয় তবে জেলা প্রশাসন কঠোর আইননানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি লিয়াকত হোসেন বলেন, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছি। পবিত্র রমজানে বাজার স্থীতিশীল রাখা হবে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি