ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

বাগেরহাটের জনপ্রিয় হয়ে উঠছে কুল চাষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ২৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বাগেরহাটের সিডর আইলা বিধ্বস্ত লবণাক্ত মাটিতে জনপ্রিয় হয়ে উঠছে কুল চাষ। কুল চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন এলাকার চাষীরা। নিজেরা স্বাবলম্বী হয়েছেন, অন্যদেরও উদ্ধুদ্ধ করছেন তারা। জেলার কুল স্থানীয় চাহিদা মিটিয়ে আসছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। 


প্রথম কুলচাষ শুরু করেন মল্লিকবেড় গ্রামের বাদশা তালুকদার। পাচঁ বছর আগে লবণাক্ত জমিতে চাষ করে সফলতা পান। লাভের টাকায় সাড়ে পাচঁ একর জমিতে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন বাদশাহ। তাকে দেখেই এলাকার অনেক কৃষক কুল চাষে আগ্রহী হয়ে ওঠেন।

এ কাজে কৃষকদের সহায়তা করছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কুল চাষ করে সফলতা পেয়েছেন কৃষকরা।

এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি