ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বাঘায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ১৪ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রাজশাহীর বাঘা থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পাকুড়িয়া গ্রামের একটি বাড়ির বারান্দা থেকে গৃহবধূর এবং বাড়ির পাশের একটি গাছ থেকে তার স্বামীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ধারণা করছে, স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মাহত্যা করেছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ দুটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন -পাকুড়িয়া গ্রামের আব্দুল মান্নান (৪৫) ও তার স্ত্রী কাজলি বেগম রুনি (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে , রুনির শরীরে আঘাতের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।  স্ত্রীকে খুন করার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

ওই দম্পতির মধ্যে কোনো পারিবারিক কলহ ছিল না। আবার কাজলী বেগম অসুস্থ ছিলেন। তাই তাকে হত্যা করা হয়েছে কি-না, তা পুলিশ নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি