ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বাজপেয়ীর শেষকৃত্যে‌ ছিলেন মুম্বাই হামলায় জড়িত হেডলির ভাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ২০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজাপেয়ীর শেষকৃত্যে ‌যোগ দেওয়া পাকিস্তানের প্রতিনিধি দলে ছিলেন মুম্বাই হামলায় অভি‌যুক্ত ডেভিড কোলম্যান হেডলির এক ভাই! শুনতে অবাক লাগলেও ঘটনা কিন্তু সত্যি।

ভারতের গণমাধ্যমের খবরে জানা গেছে, অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্যে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল পাঠিয়েছিল পাকিস্তান। সেই দলে ছিলেন হেডলির সৎ ভাই দানিয়াল গিলানি। মুম্বাই হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভি‌যোগে বর্তমানে মার্কিন ‌যুক্তরাষ্ট্রে জেলবন্দি হেডলি।

দানিয়াল গিলানি পাকিস্তানের এক কূটনীতিক। পাকিস্তানের ফিল্ম সেন্সর বোর্ডের চেয়ারম্যান পদে বর্তমানে কর্মরত। প্রকাশ্যে তিনি ভাইয়ের প্রসঙ্গ এড়িয়েই চলেন। বাজপেয়ীর শেষকৃত্যে আসার জন্য পাকিস্তানি প্রতিনিধি দলের সদস্যরা ‌যে ভিসার আবেদন করেছিলেন তা খতিয়ে দেখেই ভিসা মঞ্জুর করা হয়েছে। ভারতের ব্ল্যাকলিস্টে থাকা কেউই ভিসা পাননি। গিলানির বিরুদ্ধে কোনো অভি‌যোগ নেই।

দিল্লিতে বাজপেয়ীর শেষকৃত্যে ‌যোগ দিলেও কয়েকটি বিষয় এড়িয়েই গিয়েছিলেন গিলানি। অনুষ্ঠানে পাক আইনমন্ত্রী সৈয়দ আলি জাফর একটি সৌজন্য সাক্ষাত করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। সেখানে গিলানি ছিলেন না। বরং সুষমার সঙ্গে সাক্ষাত করেন পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মেহমুদ ফাইসাল।

এরকমই একটি বিতর্ক তৈরি হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে। সেসময় ভারত সফরে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো। তাঁর জন্য আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে দেখা গিয়েছিল খালিস্থানি জঙ্গি ‌যশপাল আটওয়ালকে। কীভাবে একজন জঙ্গি সরকারি অনুষ্ঠানে ঢুকে পড়ল তানিয়ে তদন্তও হয়েছিল।

উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বাই হামলার পরিকল্পনার পেছনে পাক বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হেডলির সক্রিয় ভূমিকা ছিল। ওই অভি‌যোগে বর্তমানে যুক্তরাষ্ট্রের জেলে বন্দি হেডলি। মুম্বাই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী আবু জান্দালের সঙ্গে তার ‌যোগা‌যোগের প্রমাণ পাওয়া গেছে।

সূত্র : সংবাদ প্রতিদিন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি