বাজারে আবারো ইলিশের সমারোহ
প্রকাশিত : ১৭:২৩, ৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:২৩, ৪ নভেম্বর ২০১৬
নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর চট্টগ্রামের বাজারে আবারো ইলিশের সমারোহ। বাজারে অন্যান্য মাছের সরবরাহ কম হলেও আগামী সাপ্তাহ নাগাদ বাড়ার আশা করছেন বিক্রেতারা। এদিকে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম তেমন একটা কমেনি। নিয়ন্ত্রনে রাখতে নিয়মত বাজার মনিটরিং এর দাবী ক্রেতাদের।
টানা ২২ দিন নিষেধাজ্ঞার পর আবারো চট্টগ্রামের বাজারে আসতে শুরু করেছে মাছের রাজা ইলিশ। তবে সরবরাহ কিছুটা কম। বাজারে অনান্য প্রজাতির মাছের দেখা মিললেও দাম কিছুটা চড়া। বিক্রেতাদের দাবী, সাগরের মাছের সরবরাহ বাড়লে দাম কমে আসবে।
বাজারে সরবরাহ বেড়েছে শীতের সবজির। তবে দাম এখনো চড়া। এ জন্যে বিক্রেতাদের কারসাজিকে দায়ী করলেন ক্রেতারা।
বাজার স্থিতিশীল রাখতে নজরদারি আরও শক্ত করার দাবি ক্রেতাদের।
আরও পড়ুন