ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

বাজারে আসছে হুয়াওয়ের নতুন মোবাইল ফোন

প্রকাশিত : ২২:৪৭, ১২ মে ২০১৯

Ekushey Television Ltd.

ঈদকে সামনে রেখে সাধ্যের মধ্যে ভালো মানের একটি মোবাইলে সেট নিয়ে বাজারে এনেছে হুয়াই। অল্প দামে ভালো ফিচারের হুয়াওয়ের নতুন স্মার্টফোনের নাম ওয়াই ফাইভ ২০১৯।

নতুন এ মোবাইল ফোনটিতে রয়েছে ২ জিবি র‌্যাম, উন্নতমানের ক্যামেরা, ৩২ জিবি রমের সঙ্গে রয়েছে সেলফি টোনিং ফ্ল্যাশ, ফক্সলেদার ফিনিশসহ দারুণ ডিজাইন ও ডুয়েল ভোল্টি সুবিধা। তাছাড়া ১৩ মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা মিলবে স্মার্টফোনটিতে। ফোনটিতে ৫ মেগাপিক্সলের ফ্রন্ট ক্যামেরার সাথে রয়েছে সেলফি টোনিং ফ্ল্যাশ। ফলে অল্প আলোয় ধারণ করা সেলফিগুলো হবে আরও প্রাণবন্ত বলে জানায় এ প্রতিষ্ঠানটি।

ছবি, গান কিংবা অ্যাপস সংরক্ষণের চিন্তা দূর করতে ফোনটিতে রয়েছে ৩২ জিবির বড় স্টোরেজ সুবিধা। এছাড়াও এক্সটারনাল স্টোরেজের জন্য ফোনটিতে ৫১২ জিবি পর্যন্ত মেমোরি ব্যবহার করা যাবে। ব্যাটারি ব্যাকআপসহ থাকলেও ফুলচার্জে টানা ১০ ঘণ্টা ফোরজি ইন্টারনেট ব্রাউজ করা যাবে।

কিছুদিনের মধ্যে বাজারে আসতে যাওয়া ফোনটির দাম কত হতে পারে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ফোনটির দাম ১২ হাজার টাকার মধ্যে হতে পারে। 

 এমএস/কেআই

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি