ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

বাজেটে দাম বাড়ছে যেসব পণ্যের

প্রকাশিত : ১৭:২৭, ১৩ জুন ২০১৯

২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেটে কিছু নিত্য ব্যবহার্য ভোগ্য দ্রব্যের উপর শুল্ক বৃদ্ধির কারণে সেসব পণ্যের দাম বাড়বে।

‘সমৃদ্ধ আগামীর পথ যাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থাপন করেন। একাদশ জাতীয় সংসদের এটাই প্রথম ও দেশের ৪৮তম বাজেট।

এ অর্থবছরের বাজেটে যে সব পণ্যের দাম বাড়তে পারে:

সব ধরনের সিগারেট ও বিড়ি, মোবাইলের কল রেট, রড উৎপাদন, এলপি গ্যাস, গুঁড়া দুধ, গুঁড়া মসলা, চিনি, টমেটো কেচাপ, চাটনি, ফলের জুস, টয়লেট টিস্যু, টিউব লাইট, চশমার ফ্রেম।

প্লাস্টিকের তৈরি গৃহস্থালি সামগ্রী, সিআর কয়েল, জিআই ওয়্যার, তারকাঁটা, স্ক্রু, অ্যালুমিনিয়ামের তৈরি হাঁড়ি-পাতিল, থালা-বাসনসহ গৃহস্থালি সামগ্রী, ব্লেড, ট্রান্সফরমার, সানগ্লাস, রিডিং গ্লাস, স্বর্ণ ও রুপার জুয়েলারি, ইংলিশ মিডিয়াম স্কুল, লঞ্চের এসি কেবিন, ব্রডব্যান্ড ইন্টারনেট, ইনডেনটিং, আসবাবপত্র, পরিবহন ঠিকাদার, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা।

জামা-কাপড়, হেলিকপ্টারের যাতায়াতের খরচ, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, লরি, অ্যাম্বুলেন্স ও স্কুলবাস ছাড়া সব ধরনের পরিবহন রেজিস্ট্রেশন, রুট পারমিট নবায়ন, ফিটনেস সনদ, মালিকানা সনদ নিতে এবং নবায়ন করতে ফি বাড়বে।

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি