ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

বাজেটে প্রস্তাবিত ভ্যাট-ট্যাক্সের হার পুনর্বিবেচনার দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ২০ জুন ২০১৭ | আপডেট: ১৫:৩১, ২০ জুন ২০১৭

বাজেটে প্রস্তাবিত ভ্যাট-ট্যাক্সের হার পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা। ১৫ শতাংশ ভ্যাট ও দুর্নীতিগ্রস্থ সরকারী ব্যাংকের তহবিল সংকট কাটাতে বরাদ্দের সিদ্ধান্তে অর্থমন্ত্রীর সমালোচনা করেন তারা।
সংসদে বাজেটের ওপর সাধারণ অলোচনায় এসব কথা বলে সংসদ সদস্যরা। জাতীয় পার্টির সাংসদ জিয়াউদ্দিন আহমদ বাবলু অর্থমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, খেলাপী ঋণ আদায় করতে পারলে বাজেটের লক্ষাধিক কোটি টাকার ঘাটতি মেটানো যাবে, ভ্যাটের বোঝাও কমবে। দেশ উন্নয়নের মহাসড়কে যাচ্ছে নাকি লুটপাটের মহাসড়কে যাচ্ছে, তা ভেবে দেখতে হবে বলেও মন্তব্য করেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। ঢাকার সব বস্তিবাসীকে ভাড়াভিত্তিক ফ্ল্যাট দেয়া হবে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সংসদ সদস্য মোতাহার হোসেন বলেন, শুধু বিড়ি নয়, সিগেরেটেও ওপরও উচ্চকর আরোপ করতে হবে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি