ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

বাজেটে ভ্যাটের আওতামুক্ত পণ্য ও সেবার তালিকায় মেডিটেশনের নাম নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ২২ জুন ২০১৭ | আপডেট: ১৩:৫৮, ২২ জুন ২০১৭

Ekushey Television Ltd.

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভ্যাটের আওতামুক্ত পণ্য ও সেবার তালিকায় কোথাও মেডিটেশন সেবার নাম নেই। যদিও বাজেট ঘোষণার আগে অর্থমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বলেছিলেন-ধ্যান চর্চার উপর ভ্যাট থাকছে না। আর বাজেটে ভ্যাটের মূল্য ছাড়ের তালিকার উদ্ধৃতি দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, ভ্যাটের আওতামুক্ত প্রশিক্ষণ ও চিকিৎসা সেবার তালিকায় পড়ে মেডিটেশন। তবে এ বিষয়ে প্রস্তাবিত বাজেটে সুস্পষ্ট কোন নির্দেশনা না থাকায় উদ্বিগ্ন মেডিটেশন সুবিধাভোগীরা। 

দেহ ও মন সুস্থ্য রাখার অন্যতম উপায় ধ্যান বা মেডিটেশন। শারীরিক ও মানসিক সমস্যা থেকে মুক্ত হতে প্রচলিত চিকিৎসার পাশাপাশি মেডিটেশনের সহায়তা নিচ্ছেন বিশ্বব্যাপী সচেতন মানুষ।

আত্মশুদ্ধি ও মানসিক প্রশান্তির বিশ্ব স্বীকৃত এ প্রক্রিয়ার চর্চ্চা বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে বেশ কয়েক বছর। এ অবস্থায় মেডিটেশনে কর আরোপের গুঞ্জনে উদ্বিগ্ন সুবিধাভোগীরা।

মেডিটেশন একটি শিক্ষা উল্লেখ করে কর আরোপ না করার দাবী জানিয়েছেন বিশিষ্টজনেরা।

বাজেট ঘোষণার আগে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী সাফ জানিয়েছেন মেডিটেশনে ভ্যাট থাকছে না।

তবে এ বিষয়ে স্পষ্ট করেননি ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। তাই এ নিয়ে সংশয় দেখা দিয়েছে মেডিটেশন সংশ্লিষ্টদের।

জাতীয় রাজস্ব বোর্ড মনে করে মেডিটেশন প্রশিক্ষণের অংশ। তাই নাম উল্লেখ না করলেও এটি ভ্যাটের আওতামুক্ত।

পহেলা জুলাই বাজেট ঘোষণায় ভ্যাটের আওতামুক্ত তালিকার মধ্যে মেডিটেশনের নাম উল্লেখ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি