ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হয়েছে ডিজিটাল হাজিরা পদ্ধতি

প্রকাশিত : ১৮:২৮, ৩১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:২৮, ৩১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

কর্মকর্তা-কর্মচারীদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হয়েছে ডিজিটাল হাজিরা পদ্ধতি। বুধবার সকালে কালেক্টরেট ভবনে এই ডিজিটাল হাজিরা পদ্ধতির উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এর মাধ্যমে কর্মরতদের অফিসে প্রবেশ এবং অফিস ত্যাগের রেকর্ড ডিজিটাল পদ্ধতিতে পর্যবেক্ষণ করা হবে। এ নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রশাসনের কর্মকর্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনের সাথে যোগাযোগ এবং অনলাইন তথ্যভাণ্ডার উইকিপিডিয়াতে বান্দরবানের বিভিন্ন তথ্যাবলী যুক্ত করারও সিদ্ধান্ত হয়। সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি