বান্দরবানে জেএসসি এবং জেডিসি পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৭:৩৪, ২৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৩৪, ২৫ অক্টোবর ২০১৬
বান্দরবানে জেএসসি এবং জেডিসি পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসকের মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসময় কোনো ধরনের অনিয়ম না করার আহ্বান জানান তিনি। একই সাথে জেলা প্রশাসক জানান, প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও পরীক্ষার হল সময়মত তদারকি করবেন। এবারে বান্দরবান জেলায় ৪হাজার ৯৩৮জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেবে। এদিকে আলোচনা সভার আগে তৃতীয় শ্রেনীর কর্মচারীদের প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক।
আরও পড়ুন