ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

বান্দরবানে বন্য হাতির আক্রমণে নিহত ১

প্রকাশিত : ১৮:০৯, ৩০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৯, ৩০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বান্দরবানে বন্য হাতির আক্রমণে একজন নিহত হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে সুয়ালক ইউনিয়নের কদুখোলায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে বন্য হাতির একটি দল কঁদুখোলায় তান্ডব চালাতে থাকে। এসময় হাতির পাল নষ্ট করে দেয় কলাগাছসহ কয়েক শতক জমির ফসল। গ্রামবাসীরা বাঁধা দিতে গেলে হাতির পাল ক্ষিপ্ত হয়ে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তবে এ ঘটনায় আর কেউ আহত হয়নি। ঘটনার পরপরই পুলিশ ও বন বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি