ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

বান্দরবানের নুরুল কবির হত্যাকান্ডের রায়ে ৬ জনের যাবজ্জীবন

প্রকাশিত : ১৯:৪১, ৩১ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৪১, ৩১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নুরুল কবির হত্যাকান্ডের রায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জেলা জজ আদালত। রোববার সকালে জেলা ও দায়রা জজ শফিকুর রহমান এ রায় ঘোষনা করেন। জেলার রোয়াংছড়ি উপজেলার ছাইঙ্গ্যা এলাকার মৎস্য খামার থেকে ২০১১ সালের ১১ মার্চ নুরুল কবিরকে অপহরণ করা হয়। ঘটনার চারদিন পর রোয়াংছড়ি উপজেলার ত্রিশটিলা এলাকার পাহাড় থেকে গলা কাটা ও অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ২০১১ সালের ২২ মার্চ নিহতের ভাই নুর আলম বাদী হয়ে রোয়াংছড়ি থানায় ৭ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করলে বিচার শেষে এ রায় ঘোষনা করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি