ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র, উইকিলিকস ফাঁস

প্রকাশিত : ১১:৫৮, ২৪ জুলাই ২০১৬ | আপডেট: ১১:৫৮, ২৪ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির প্রার্থীতা নিশ্চিত করতে বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করেছিল ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি। উইকিলিকসের ফাঁস করা প্রায় ২০হাজার ইমেইলে বেরিয়ে এসেছে ষড়যন্ত্রের তত্ত্ব ও তথ্য। প্রার্থীতা বাছাইয়ে প্রাইমারি এবং ককাসের দায়িত্বে থাকা দলের সদস্যদের মধ্যে যে সব ই-মেইল চালাচালি হয়েছিলো ২২ জুলাই তা ফাঁস করে দেয় উইকিলিকস। হিলারির প্রতিদ্বন্দ্বি বার্নি স্যান্ডার্সের জনপ্রিয়তা কিভাবে কমানো যায় সেই চেষ্টা করেছেন ন্যাশনাল কমিটির সদস্যরা। কয়েকটি ই-মেইলে দেখা গেছে হিলারির বিরুদ্ধে স্যান্ডার্সের আনা দুর্নীতির অভিযোগ যাতে পার্টি সদস্যদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া তৈরি না করে সে ব্যাপারে নানা কৌশল এটেছে ন্যাশনাল কমিটি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি