ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বার্সার বিপক্ষে খেলবেন বোল্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ১৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:২৬, ১৮ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

কয়েকদিন আগেই লন্ডনে আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়া জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টের ফুটবলের প্রতি আগ্রহের কথা কারো অজানা নয়। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা উসাইন বোল্ট ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন অনেকবারই।

এবার সুযোগও এসেছে প্রিয় দলের জার্সি গায়ে মাঠে নামার। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার কিংবদন্তিদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ম্যানইউ। আর ওই ম্যাচের জন্য ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছেন বোল্ট।

তবে ইউনাইটেডের জার্সিতে ম্যাচটিতে বোল্ট খেলতে পারবেন কি না সেটি নিয়ে এখনও শঙ্কা রয়েছে। কেননা নিজের বিদায়ী প্রতিযোগিতায় লন্ডন স্টেডিয়ামে যে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন বোল্ট।

এদিকে বোল্টের এক ঘনিষ্ঠ বন্ধু অবশ্য জানিয়েছেন, ওল্ড ট্র্যাফোর্ডে নিজের প্রিয় ক্লাবের জার্সিতে খেলা তার (বোল্টের) দীর্ঘ দিনের স্বপ্ন। ইনজুরি কাটিয়ে সে ম্যাচটিতে খেলার জন্য মরিয়া।

উল্লেখ্য, আগামী ২ সেপ্টেম্বর ওল্ড ট্র্যাফোর্ডে প্রীতি এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

 

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি