ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাড়তি কাজের চাপে নারী সাংবাদিকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ৮ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

অতিরিক্ত কাজের চাপে জাপানের নারী সাংবাদিক মিওয়া সাদোর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির শ্রম পরিদর্শক।

জানা যায়, মিওয়া সাদো টোকিওতে দেশটির সরকারি পাবলিক ব্রডকাস্টিং সংস্থা এনএইচকে’র রাজনীতি বিটের সাংবাদিক ছিলেন। ২০১৩ সালের জুলাইতে তার মৃত্যু হয়। ২০১৩ সালে টোকিও মেট্রোপলিটনের স্থানীয় একটি নির্বাচনের সংবাদ সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল মিওয়াকে। দায়িত্ব নেওয়ার তিন দিন পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৩১ বছর বয়সী এই নারী সাংবাদিক।  মিওয়ার পরিবারের চাপে এত দিন পর এ নিয়ে মামলা হয়। এরপর মিওয়ার কর্মক্ষেত্রের কাজের রেকর্ড খতিয়ে দেখেন শ্রম পরিদর্শক।

শ্রম পরিদর্শক জানিয়েছেন, কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে মিওয়ার মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তিনি টানা এক মাস ১৫৯ ঘণ্টার ওভারটাইম করেছিলেন। মাসে ছুটি পেয়েছিলেন মাত্র দুই দিন।

এনএইচকে’র জ্যেষ্ঠ কর্মকর্তা মাসাহিকো ইয়ামাউচি বলেন, এই সংস্থার গাফিলতির কারণেই মিওয়া সাদোর মৃত্যু হয়েছে। এখানে অতিরিক্ত কাজ করতে চাপ দেওয়া হয়।

এ ঘটনায় দুঃখপ্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে এনএইচকে কর্তৃপক্ষ।

জাপানে অতিরিক্ত কাজের চাপে মৃত্যুর ঘটনা নতুন নয়। দেশটির জাতীয় সমীক্ষায় বলা হয়েছে, জাপানে বাড়তি কাজের চাপের কারণে বছরে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়।

সম্প্রতি মিওয়া সাদোর মৃত্যুর ঘটনায় দেশটির মিডিয়াতে অতিরিক্ত কর্মঘণ্টা ও অতিরিক্ত কাজের ফলে মৃত্যুও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনায় হচ্ছে। এর ফলে এনএইচকে কর্তৃপক্ষের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়।

 

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

 

এমআর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি