ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

বাড়ির আঙ্গিনায় একটি করে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করার আহ্বান এ বি এম মহিউদ্দিন চৌধুরীর

প্রকাশিত : ১৭:৪৭, ২০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৭:৪৭, ২০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

জনপদ পরিবেশ বান্ধব করতে বাড়ির আঙ্গিনায় একটি করে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মহানগর আওয়ামী লীগের বৃক্ষরোপণ ও ওয়ার্ড পর্যায়ে চারা বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি। মহিউদ্দিন চৌধুরী বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে বাসযোগ্য জনপদ গড়তে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। সেইসাথে পাঁচশ কিলোমিটার উপকূলীয় তীরবর্তী ভূমিতে বনায়নের মহাপরিকল্পনা নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ৪৪ টি সাংগঠনিক ওয়ার্ডে ১৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয়।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি