ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্নস্থানে ঈদ জামাত অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ২৬ জুন ২০১৭ | আপডেট: ১৬:২৩, ২৬ জুন ২০১৭

Ekushey Television Ltd.

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্নস্থানে ঈদ জামাতে ঢল নামে ধর্মপ্রাণ মুসলমানদের। সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে সামিল হয়েছেন সবাই। দলমত নির্বিশেষে সম্প্রীতির দেশ গড়ার প্রত্যয় ছিল সবার কন্ঠে। 

এক কাতারে ঈদের নামাজ আদায় করতে ধনী-গরীব সকলেই আসেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৭ টায়।

একে একে অনুষ্ঠিত হয় পাঁচটি জামাত। সব বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার পাশাপাশি বিশ্ব শান্তি কামনা করেন তারা।

বড়দের হাত ধরে ঈদের নামাজ আদায় করতে আসে শিশুরাও।

বায়তুল মোকাররম ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। নামাজ শেষে কুশল বিনিময় করেন তারা।

ঈদের আনন্দ সবার মাঝেই ছড়িয়ে যাবে এই প্রত্যাশাও তাদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি