ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন হয়েছে ৮কোটি

প্রকাশিত : ১২:২২, ২৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:২২, ২৮ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

বায়োমেট্রিক পদ্ধতিতে এ পর্যন্ত মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশন হয়েছে আট কোটিরও বেশি। তবে ৩০ এপ্রিলের মধ্যে অনেক সিমই অনিবন্ধিত থেকে যাবে বলে আশংকা করছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটব। এ কারণে সময়সীমা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সংগঠনের নেতারা। প্যাকেজ : মোবাইল ফোন অপারেটরদের তথ্য বলছে, দেশে বর্তমানে সচল সিম কার্ড আছে ১৩ কোটিরও বেশি। সরকার ৩০ এপ্রিলের মধ্যে সব সিম বায়োমেট্রেক পদ্ধতিতে নিবন্ধন বাধ্যতামূলক করার পর এ পর্যন্ত নিবন্ধিত হয়েছে আট কোটিরও বেশি। সরকারের কঠোর মনোভাবের কারণে শেষ দিকে এসে নিবন্ধন পয়েন্ট গুলেতে সাধারণ মানুষের  উপচে পড়া ভিড়। মোবাইল সিম ব্যবহার করে নানা প্রতারনা ও অপরাধ ঠেকাতেই সরকারের এমন উদ্যোগ। সাধারণ মানুষের সতস্ফুর্ত সাড়া মিলেছে বলেও জানান, মোবাইল ফোন কোম্পানিগুলোর মাঠ কর্মকর্তারা। তবে অ্যামটবের মতে বেধে দেয়া সময়ের মধ্যে একটা বড় অংশই থেকে যাবে নিবন্ধনের বাইরে। সঙ্গত কারণেই যৌক্তিকহারে সময় বাড়ানোর দাবি তাদের। যদিও নিবন্ধন প্রক্রিয়ার সময়ের ব্যাপারে কোন ছাড় নয় বলে আগেই জানিয়েছে সরকার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি