ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন নামঞ্জুর

প্রকাশিত : ২০:৩৮, ১১ জুলাই ২০১৬ | আপডেট: ২০:৩৮, ১১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন নামঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট নওরিন আক্তার কাঁকন এই আদেশ দেন। ২০১৪ সালে জামায়াতে ইসলামীর ডাকা হরতালে নগরীর সিনেমা প্যালেস এলাকায় নাশকাতার অভিযোগে কোতোয়ালী থানায় মামলা হয়। ওই মামলায় আসলাম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে তদন্তকারী কর্মকর্তা ১০দিনের রিমান্ড আবেদন করে। শুনানী শেষে আদালত রিমান্ড এবং জামিন আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়। ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সাথে গোপন বৈঠকের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলাসহ অন্তত ৩৫টি মামলার আসামী  আসলাম চৌধুরী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি