ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বিএনপি বেপরোয়া দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৯:৪০, ১০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৪০, ১০ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

রাজনীতি ও নির্বাচনে ব্যর্থতার হতাশা থেকে বিএনপি বেপরোয়া দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নতুন প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিএনপি নেতারা জানেই না, তারা কখন কি বলছেন। এদিকে আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বিএনপিকে নির্বাচনী প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন। সকালে রাজধানীর কাকরাইলে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের যুবজাগরণ লাইব্রেরী ও গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ওবায়দুল কাদের। বক্তৃতায় তিনি জানান, জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আগামী ৭, ১৭ ও ২৬ মার্চ জনসভার পরিবর্তে ঘরোয়া কর্মসূচির সিদ্ধান্ত নিচ্ছে আওয়ামী লীগ। প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের কঠোর সমালোচনাও করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভায় যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সবকিছু বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানান তিনি। কুষ্টিয়ায় স্কুলভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের আগেই নির্বাচন কমিশনারদের বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, সংবিধান ও আইনের মধ্যেই নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি