ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাখাওয়াৎ হোসেনের মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত : ১৬:০৭, ২৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৬:০৭, ২৩ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট সাখাওয়াৎ হোসেন খান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে, মেয়র হিসেবে আজ বুধবার ছিলো সেলিনা হায়াত আইভির শেষ কার্যদিবস। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট সাখাওয়াৎ হোসেন খান েেবলা সাড়ে এগারোটায় তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র নেন। পওে সাখাওয়াৎ হোসেন ক্ষমতাশীলদের আচরণবিধি লংঘনের অভিযোগ তোলেন। এদিকে নির্বাচন কমিশনের চিঠি অনুযায়ী মেয়র পদে থেকে কোনো ব্যক্তি সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে না বলে আজ পদ ছাড়ছেন সেলিনা হায়াত আইভী। নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দেবেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি