ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

বিএনপিকে দমন করাই প্রধান টার্গেট বলে মন্তব্য করেছেন রিজভী

প্রকাশিত : ১৫:১৭, ১০ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:১৭, ১০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

জঙ্গিবাদ নয়, বরং বিএনপিকে দমন করাই সরকারের প্রধান টার্গেট বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গুলশান হামলার ঘটনায় শিকড় অনুসন্ধান না করে সরকার জনগনের দাবীকে উপেক্ষা করেছে। এ ঘটনায় সরকার বিএনপিকে দোষারোপের ধারাবাহিক সংস্কৃতি বজায় রেখেছে বলেও আক্ষেপ প্রকাশ করেন রিজভী। তবে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় সমস্যা সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি