ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

বিএনপির প্রস্তাব চক্রান্ত ছাড়া আর কিছুই নয়: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪:১৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:১৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

নির্বাচনকালীন সহায়ক সরকারের বিষয়ে বিএনপি যে প্রস্তাবের কথা বলছে, তা নির্বাচনকে বানচাল করে একটি অস্বাভাবিক সরকার গঠনের চক্রান্ত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ‘মিট দ্য রিপোর্টার্স’ তথ্যমন্ত্রী বলেন, বিএনপির ওই প্রস্তাব চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। খালেদা জিয়া মামলা থেকে রেহাই পেতে দরকষাকষির ক্ষেত্র তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন বর্জনের হুমকি, গণতন্ত্রকে জিম্মি করার হুমকি। বিএনপিকে কিছুতেই গণতন্ত্রকে জিম্মি করতে দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন মন্ত্রী।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি