ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

বিএবি কার্যালয়ে ‘মুজিব কর্নার’ উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ৭ জানুয়ারি ২০২০ | আপডেট: ১০:৪৭, ৭ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)’র প্রধান কার্যালয়ে স্থাপিত ‘মুজিব কর্নার’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে বিএবি’র একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ‘মুজিব কর্নার’ উদ্বোধন করেন। 

বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার জানান, মুজিববর্ষ উপলক্ষে সংগঠনটি তাদের ৬৪টি জেলা কার্যালয়ের প্রতিটিতে একটি করে ‘মুজিব কর্নার’স্থাপন করবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে এই ‘মুজিব কর্নার’গুলো। 

বিএবির প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর হাতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতির পিতা শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টে ২২৫ কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি