ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বিএবি’র অ্যাক্রেডিটেশন সনদ পেল বিএসটিআই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০০, ২৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পণ্য পরীক্ষণের ক্ষেত্রে গুণগত মান বজায় রাখাসহ মানসম্মত পরীক্ষণ প্রতিবেদন প্রদান করায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক অ্যাক্রেডিটেশন সনদ পেল জাতীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

বুধবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর কাছ থেকে অ্যাক্রেডিটেশন সনদ গ্রহণ করেন বিএসটিআই’র মহাপরিচালক সরদার আবুল কালাম। ৩৫ টি পণ্যের সর্বমোট ৪১১টি প্যারামিটারের অনুকূলে বিএসটিআইকে এ অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করা হয়।

সনদ প্রদান অনুষ্ঠানে বিএবি’র মহাপরিচালক মো. মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. এনামুল হক। এছাড়াও অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়, বিএসটিআই, বিএবি’র  শিল্প মন্ত্রণালয়ের অন্যান্য সংস্থা প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি