ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

বিচারকদের শৃঙ্খলাবিধি সংক্রান্ত গেজেট ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ২ জুলাই ২০১৭ | আপডেট: ১১:৪২, ৩ জুলাই ২০১৭

অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি সংক্রান্ত বিধিমালার গেজেট ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ করার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এদিকে নিন্মআদালতের বিচারকদের চাকরি ও শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে দুই সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ। আর এটাকেই শেষ সুযোগ বলে উল্লেখ করা হয়েছে।
মাসদার হোসেন মামলার চূড়ান্ত রায়ের পরই আইন মন্ত্রণালয় ‘নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার’ খসড়া তৈরি করে।
কিন্তু খসড়াকে রায়ের পরিপন্থি বলে তা সংশোধন করে সরকারকে বিধিমালার গেজেট প্রকাশ করার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। এরপর বার বার সময় নিয়েও গেজেট প্রকাশ না করায় অসন্তোষ প্রকাশ করেন সর্বোচ্চ আদালত। রোববার আপিল বিভাগ গেজেট প্রকাশের জন্য রাষ্ট্রপক্ষকে শেষবারের মতো আরও দুই সপ্তাহ সময় বেধে দিয়েছেন।
এদিকে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চলতি মাসের ১৫ তারিখের মধ্যেই গেজেট হয়ে যাবে বলে জানান আইনমন্ত্রী।
খুঁটিনাটি সব বিষয় দেখেই বিধানটি করা উচিত বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি