বিচারপতির গাড়ি উল্টোপথে, চাপায় বাইক আরোহী আহত
প্রকাশিত : ১৩:৫০, ৩ জুলাই ২০১৭ | আপডেট: ০৯:০২, ৪ জুলাই ২০১৭

ছবি: দুর্ঘটনার কবলে পড়া গাড়ি।
রাজধানীতে উল্টোপথ দিয়ে আসা এক বিচারপতির গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক যুবক। রোববার সন্ধ্যায় রূপসী বাংলা হোটেল ক্রসিংয়ের কাছে এই দুর্ঘটনায় আহত জুবিন ফয়সলকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রমনা থানার ওসি মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, উল্টোপথে আসা গাড়িটি একজন বিচারপতির। তবে তিনি সে সময় গাড়িতে ছিলেন না।
পুলিশের লালবাগ ট্রাফিক জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার হারুণ অর রশীদ জানান, মিতসুবিসি জিপ গাড়িটি মিন্টো রোডের দিক থেকে উল্টোপথে আসছিল বাংলামোটরের দিকে যাওয়ার জন্য। একই সময় রূপসী বাংলা মোড় থেকে মিন্টো রোডের দিকে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাঁক নিয়েছিলেন ফয়সল। মোটরসাইকেলটি সরাসরি জিপের নিচে চলে যাওয়ায় গুরুতর আহত হন ফয়সল।
ফয়সল একটি বেসরকারি প্রতিষ্ঠানের আইটি বিভাগে কাজ করেন।
বিচারপতির গাড়িচালক কামালকে ট্রাফিক পুলিশ আটক করে থানায় সোপর্দ করেছে। রমনা থনার ওসি জানান, আহত ব্যক্তির চিকিৎসার ব্যয়ভার বহন করছেন গাড়ির মালিক।
এই দুর্ঘটনার খবর প্রকাশের পর ওই বিচারপতির এক স্বজন গণমাধ্যমকে বলেন, ঘটনার সময় বিচারপতির পরিবারের কোনো সদস্য গাড়িতে ছিলেন না। ঘটনার পরপরই আহত যুবককে তাদের তত্ত্বাবধানেই গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালের সংশ্লিষ্টদের সব ধরনের চিকিৎসা সেবা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া তারা সব সময় রোগীর খোঁজ-খবর নিচ্ছেন।
তবে রঙ্গন নামে ফয়সলের এক স্বজন জানান, তারা অন্য কারও কোনো সাহায্য পাচ্ছেন না। নিজেরাই দৌড়াদৌড়ি করছেন। একজন বিচারপতির গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে বলে শুনলেও ওই বিচারপতির নাম জানেন না রঙ্গন।
//এআর
আরও পড়ুন