ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

বিজিবি ও বিএসএফ এর মধ্যে চারদিনের সীমান্ত সম্মেলন শুরু

প্রকাশিত : ১৪:০২, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:০২, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মধ্যে চারদিনের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা, অবৈধ অনুপ্রবেশসহ অপরাধমূলক কর্মকান্ড নিরসনে দুইপক্ষের মধ্যে আলোচনা চলছে। রাজধানীর বিজিবি সদর দপ্তরে আলোচনায় ২৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন  বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। আর ভারতের ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন বিএসএফএর মহাপরিচালক কে কে শর্মা। সীমান্তে বিএসএফ-এর হাতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনাটিও তুলে ধরেছে বাংলাদেশ। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে বিএসএফ। এছাড়া ভারত থেকে মাদকদ্রব্য বাংলাদেশে যাতে প্রবেশ না করতে পারে এবং সীমান্তে ঝুঁকিপূর্ণ এলাকা নিরুপণসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসু আলোচনার আশা করছে দুইপক্ষই।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি