ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

১৭তম লোকসভা নির্বাচন

বিজেপি এগিয়ে ৩৩৯ আসনে, কংগ্রেস ৯০

প্রকাশিত : ১৪:২৪, ২৩ মে ২০১৯ | আপডেট: ১৪:৫৩, ২৩ মে ২০১৯

ভারতে ফের সরকার গড়তে চলেছে ক্ষমতাসীন বিজেপি। পুনরায় প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। ১৭তম লোকসভা নির্বাচনের ভোট গণনা সারাদেশে একযোগে শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল ৮টায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত খবর অনুযায়ী ঘোষিত ফল ‘প্লাস’ এগিয়ে থাকা আসনে বিজেপির আসন সংখ্যা বেশি (৩৩৯টি)। দুই নম্বরে থাকা কংগ্রেসের আসন ৯০টি। এছাড়া, ১১৩টি আসনে অন্যান্য দল এগিয়ে আছে।

এর মধ্য দিয়ে বুথফেরত জরিপকেই (এক্সিট পোল) সত্য প্রমাণ করে সপ্তদশ লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে এগিয়ে চলেছে বিজেপি।

মহাতারকা প্রার্থীদের মধ্যে বিজেপির নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিংরা এগিয়ে আছেন স্ব স্ব আসনে। তবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তার দীর্ঘদিনের আমেথি আসনে পিছিয়ে পড়েছেন বিজেপির স্মৃতি ইরানির সঙ্গে লড়াইয়ে। যদিও রাহুল এগিয়ে আছেন তার আরেক আসন কেরালার ওয়ানদে।

নির্বাচনের প্রাথমিক এ ফল জানার সঙ্গে সঙ্গে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে চলছে উদযাপনের প্রস্তুতি। জানা গেছে, সন্ধ্যায় নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য ২০ হাজার কর্মীকে আমন্ত্রণ জানানো হয়েছে। বানানো হয়েছে বিশেষ ‘লাড্ডু কেক’।

সূত্র: এনডিটিভি

এসএ/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি