ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

বিজেপি সাংসদের ধর্ষণ কাণ্ড, আপোষ না করায় খুন ধর্ষিতার বাবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ১২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের উত্তর প্রদেশের এক বিজেপি সংসদ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। কূলদ্বীপ সিং সেঙ্গার(৫০)নামের ওই সাংসদের বিরুদ্ধে ১৬ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে গত বছর অভিযোগ ওঠার পরই তিনি তা অস্বীকার করেন।

এদিকে পুলিশ ধর্ষণের মামলা না নেওয়ায় গত সপ্তাহে ধর্ষণের শিকার ওই তরুণী মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আত্মহত্যা করার চেষ্টা করেন।এরপরই টনক নড়ে রাজ্য পুলিশের। এদিকে গত সপ্তাহেই ওই কিশোরীর বাবা বিজেপি নেতা সেঙ্গারের সমর্থকদের হামলায় নিহত হন।


এদিকে কখন সেঙ্গারকে গ্রেফতার করা হবে বা আদৌ তিনি গ্রেফতার হবেন কি না, সে বিষয়ে বিস্তারিতি কিছু জানায়নি পুলিশ। পুলিশের দাবি, বিষয়টি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই দেখভাল করছে। তাই তারাই বলতে পারবে, কখন কূলদ্বীপকে গ্রেফতার করা হবে।

এদিকে সেঙ্গারের গ্রেফতারের দাবিতে ফুঁসে ওঠেছে উত্তর প্রদেশের জনতা। তাকে খুব শিগগিরই গ্রেফতারের দাবি জানিয়েছে বিক্ষুব্ধরা। এদিকে ধর্ষণের শিকার ওই তরুণী পরিবার জানিয়েছে, সেঙ্গারের গুন্ডারা তাদেরকে ক্রমাগত মৃত্যুর হুমকি দিয়ে যাচ্ছেন। অন্যদিকে পুলিশ দীর্ঘদিন ধরে মামলা নিচ্ছে না বলেও দাবি করে ওই পরিবারের সদস্যরা।

এদিকে সেঙ্গারের সঙ্গে কোনো ধরণের আপোষ না করার কারণে, সেঙ্গারের ভাই ওই তরুণীর বাবাকে পিটিয়ে হত্যা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনা ভাইরাল হলে পুলিশ সেঙ্গারের ভাইকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ভারতে যৌন নির্যাতনের ঘটনায় তদন্ত ও বিচার কার্যক্রম ২০১২ সালের পর থেকে বৃদ্ধি পেয়েছে। চলন্ত বাসে এক তরুণী ধর্ষণের ঘটনার পর ফুঁসে ওঠে গোটা ভারত। তবে দেশটিতে এখনও ব্যাপকহারে যৌন নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটছে।

সূত্র: বিবিসি
এমজে/

 

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি