ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধাঞ্জলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ১৭ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

গতকাল সোমবার ব্যাংকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, পরিচালক প্রফেসর ডা. কাজী শহীদুল আলম, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী, হাসনে আলম, মো. আব্দুল জব্বার ও মো. সালেহ ইকবালসহ ঊর্ধ্বতন নির্বাহী এবং ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি