ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

বিজয় দিবসে সোস্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩০, ১৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ.এম.এম.ফরহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শিশু কিশোরদের মাঝে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। বিজয়ের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শিশুদের অংশগ্রহণে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন তাদেরকে উৎসাহিত করবে বলে উল্লেখ করেন তিনি। বিজ্ঞপ্তি

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি