ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে ক্ষেপনাস্ত্র মোতায়েন করেছে চীন: ম্যাটিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে ক্ষেপনাস্ত্র মোতায়েন করেছে চীন। পার্শ্ববর্তী দেশগুলোর উপর প্রভাব বিস্তার ও এ এলাকায় উত্তেজনা সৃষ্টি করতেই চীন ক্ষেপনাস্ত্র মোতায়েন করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।

সিঙ্গাপুরে আলাপকালে জেনারেল ম্যাটিস বলেন, চীনা এ পদক্ষেপ নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়া উপদ্বীপে মার্কিন সেনাদের উপস্থিতিতির বিষয়ে উত্তর কোরিয়ার সঙ্গে কোনো ধরণের আলোচনা করবেন না ট্রাম্প, এমনটিও জানিয়ে দিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র কোরিয়ান উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সং জুং মো বলেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সময় দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনাদের বিষয়ে কোনো আলোচনা হবে না। এর কারণ হিসেবে তিনি বলেন, এই ইস্যুটি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ সংক্রান্ত বিষয় নয়।

দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনাদের ২৮ হাজার ৫০০ সৈন্য রয়েছে। ম্যাটিস আরও বলেন, বেইজিং ওই এলাকায় সেনা উপস্তিতি বাড়িয়ে চলছে।

সূত্র: সিএনএন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি