ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধের উদ্যোগকে স্বাগত জানিয়েছে অ্যাটকো

প্রকাশিত : ১৮:৪১, ৪ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৮:৪২, ৪ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকো। সম্প্রচার সাংবাদিক কেন্দ্র বিভিন্ন টেলিভিশনে তাদের চাকরিচ্যুতিতে উদ্বেগ জানিয়েছে অ্যাটকোর কাছে।

সকালে রাজধানীর গুলশানে, বৈঠকে বসেন বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন, অ্যাসোসিয়েশর অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর নেতৃবৃন্দ। এতে, বর্তমান টেলিভিশন শিল্পের বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে আলোচনা করেন অ্যাটকো সদস্যরা। বৈঠকে সংগঠনটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় মাছরাঙা টেলিভিশনের ব্যাবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীকে।

দায়িত্ব নিয়ে সংগঠনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অ্যাটকোর নতুন সভাপতি। বিদেশি চ্যানেল বিজ্ঞাপর বন্ধে সকারের উদ্যোগকে স্বাগত জানান তিনি।

সরকার বিদেশি কোন চ্যানেল বন্ধ করেনি উল্লেখ করে অ্যাটকো নেতারা বলেন, কিছু ক্যাবেল অপারেট বিভ্রান্তি ছড়াতে চ্যানেল বন্ধ রেখেছে।
পরে, সম্প্রচার সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসে অ্যাটকো। সেখানে দেশের টেলিভিশন শিল্পের সংকট নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের শিল্পকে সুরক্ষা দিতেই আইন প্রয়োগ করা হচ্ছে মন্তব্য করে মন্ত্রী বলেন, “উদ্যোগ গ্রহণ করেছি এবং এ আইন প্রয়োগ করার আগে দুমাস ধরে প্রচারণা করেছি। তিন দফা নোটিস দিয়েছি। ১ এপ্রিলও যখন দেখতে পেলাম বিদেশি চ্যানেলে বাংলাদেশের বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে, তখন আমরা আইন মোতাবেক নোটিস দিয়েছি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি