ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

বিপথগামীতা ঠেকাতে প্রকৃত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির আহবান বিশিষ্টজনদের

প্রকাশিত : ১৯:৩৩, ২৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৩৩, ২৮ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

যুব সমাজের বিপথগামীতা ঠেকাতে প্রকৃত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির আহবান জানিয়েছেন বিশিষ্টজনেরা। একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা, গনতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষা এবং ভিন্নমতকে গুরুত্ব দেয়ার তাগিদ দিয়েছেন তারা। বৃহস্পতিবার রাজধানীতে সিপিডি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশের প্রেক্ষিতে কেমন হওয়া উচিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা তা নিয়েই সিপিডির এই সেমিনার। নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে একই মঞ্চে সরকারের নীতিনির্ধারকরা। তবে শুধুমাত্র উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিরাপত্তা, যুবসমাজের অবক্ষয় এবং তার ফলে সাম্প্রতিক জঙ্গী কর্মকান্ড আলোচনায় আসে ঘুরে ফিরে। নাগরিক প্রতিনিধিদের অধিংকাশ মতের সঙ্গে একমত পরিকল্পনা মন্ত্রীও। এজন্য শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান তিনি। তবে দেশে দুর্নীতি আছে এমনটা মানলেও নাগরিক প্রতিনিধিদের এ সংক্রান্ত পরিসংখ্যানের সঙ্গে দ্বিমত তার। অর্থসংস্থান নিয়ে অনিশ্চয়তা থাকলেও সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রার মতো যথাসময়েই টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের ব্যাপারেও আশাবাদি পরিকল্পনা মন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি