বিপিএলে আজ-চিটাগং ভাইকিংস, বরিশাল বুলস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস
প্রকাশিত : ১৪:১৫, ৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৪:১৫, ৫ নভেম্বর ২০১৬
বিপিএলের দ্বিতীয় দিন আজ মাঠে নামছে চিটাগং ভাইকিংস, বরিশাল বুলস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস।
মিরপুর স্টেডিয়াবে দুপুর দুইটায় বরিশাল বুলসের মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস। এই ম্যাচকে ঘিরে শেষ মুহুর্তের প্রস্ততি শেষ করেছে দুই দল। তারুন্য নির্ভর দল নিয়ে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ভাইকিংসের আইকন তামিম ইকবাল। গত আসরে শুরুটা ভাল হলেও শেষ দিকে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি তারা। তবে, ম্যাচে কোন ছাড় দিতে নারাজ বরিশাল। এদিকে, ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায়। দুই দলেই জয়ের ব্যাপারে আশাবাদী।
আরও পড়ুন