ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৮, ২ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নওগাঁর পত্নীতলা থেকে ১৩'শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলের দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার দাসনগর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে রায়হান আলম(৩০) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ছত্র রসিয়া গ্রামের হারুনুর রশিদ (৩৫)।

ডিবি পুলিশের ওসি শফিউল আজম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়হানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিশেষ কায়দায় রাখা ১১'শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রায়হানকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে হারুনুর রশিদের কাছ থেকে আরো ২'শ পিস ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি