ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বিপুল পরিমান ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ আটক

প্রকাশিত : ১৭:৫৮, ১৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৫৮, ১৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের হাজারি গলির বিভিন্ন খুচরা ও পাইকারি ওষুধের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে র‌্যাব। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ঐ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেসময় এসব মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। ভেজাল ওষুধ রাখার দায়ে জরিমানা করা হয় কয়েকটি দোকান মালিককে। র‌্যাব জানিয়েছে, একটি সংঘবদ্ধ চক্র বেশ কিছুদিন ধরে অনুমোদনহীন ওষুধ বাজারজাত করছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি