ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

বিপ্লবের মহানায়ক ফিদেল ক্যাস্ত্রোকে শেষ শ্রদ্ধা জানিয়েছে হাজারো মানুষ

প্রকাশিত : ১১:৪০, ৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১১:৪০, ৪ ডিসেম্বর ২০১৬

বিপ্লবের মহানায়ক ফিদেল ক্যাস্ত্রোকে শেষ শ্রদ্ধা জানিয়েছে হাজারো মানুষ। সান্তিয়াগো ডি কিউবায় চোখের জলে প্রিয় নেতাকে বিদায় জানান তারা। শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন বিশ্ব নেতারাও। লাখ লাখ মানুষের ভালোবাসায় সিক্ত কিংবদন্তী নেতা ফিদেল ক্যাস্ত্রো। সান্তিয়াগো ডি কিউবায় রেভ্যুলিউশন স্কয়ারে বিপ্লবী এ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয় হাজারো মানুষ। তাদের কণ্ঠে প্রিয় নেতাকে নিয়ে নানা স্লোগান, আর হাতে জাতীয় পতাকা। চোখের জলে বিদায় জানান বিপ্লবের মহানায়ককে। চার দিনে প্রায় ৫শ’ মাইল রাস্তা পাড়ি দিয়ে শনিবার কিউবা বিপ্লবের জন্মস্থান সান্তিয়াগো ডি কিউবায় পৌঁছায় ফিদেলের দেহভষ্ম। ব্রাজিল, ভেনেজুয়েলা ও বলিভিয়ার রাষ্ট্রপ্রধানসহ বিশ্ব নেতারাও যোগ দেন শেষকৃত্য অনুষ্ঠানে। কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনাও এসেছিলেন প্রিয় নেতাকে বিদায় বলতে। ছোট ভাই রাউল ক্যাস্ত্রো শেষ শ্রদ্ধা নিবেদন করে ফিদেলের ইচ্ছার কথা ঘোষণা করেন। বলেন, ফিদেল চাননি মৃত্যুর পর তার নামে কিউবার কোনো রাস্তার নামকরণ হোক, কোনো মনুমেন্ট অথবা তার কোনো মূর্তি তৈরি হোক তাও তিনি চাননি। স্থানীয় সময় রোববার কিউবার স্বাধীনতা আন্দোলনের নেতা জোসে মার্তির পাশেই সমাহিত করা হবে তাকে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি