ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

বিমান বন্দরে এক যাত্রীর কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশিত : ১৮:২৭, ২১ জুলাই ২০১৬ | আপডেট: ১৮:২৭, ২১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে এক যাত্রীর কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়ন্দা কর্মকর্তারা। ফ্লাই দুবাই নামে একটি উড়ো জাহাজের যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকরা স্বর্ণের মুল্য ৪৬লাখ টাকা বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছে। আটক যাত্রী নুর উদ্দিনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। চলতি বছর নুর উদ্দিন ৬ বার দুবাই যাতায়াত করেন। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, আটক হওয়া ব্যাক্তি স্বর্ণ চোরাচালানী চক্রের সদস্য। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি