ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বিমানবন্দর থেকে ৩ কেজি সোনা ও ৮১ হাজার পিস সিগারেট জব্দ

প্রকাশিত : ১৬:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:০৭, ২৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

হযরত শাহজালার আন্তজার্তিক বিমান বন্দর থেকে ৩ কেজি সোনা ও প্রায় ৮১ হাজার পিস সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। সোমবার সকালে সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গেল রাতে বিমানবন্দরের ভেতরে তল্লাশি চালায় তারা। এসময় ইমিগ্রেশন সংলগ্ন একটি টয়লেটের ভেতরে রাখা ময়লার ঝুঁড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। ৫টি প্যাকেটে মোট ১০টি বার টিস্যু দিয়ে মুড়িয়ে রাখা ছিল। সোনার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা। পরে কাতার এয়ারের একটি বিমান থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮০ হাজার ৪শ’ পিচ সিগারেট উদ্ধার করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি